সূর্য মেঘের আড়াল হলে
আমার বুক জুড়ে শীত নামে
তাতে ফুটে অজস্র তাজা পদ্ম
আর শাপলা ফুল
তাদের মিষ্টি গন্ধে
আমার দেহে ঢেউ খেলে ।
পরিযায়ী পাখিদের আগমনে
আমি রোমাঞ্চিত হই
তারা ডানা ঝাপটে
আছড়ে পড়ে আমার উপর
আমায় প্রেম নিবেদন করে
আমি সলজ্জ চোখে
বিন্দু বিন্দু জল দিয়ে
তাদের পালক ভিজাই।
তখন সূর্য আড়াল থেকে
মুচকি হেসে আমাদের তপ্ত করে
আর চরের ভেজা মাটি
লিখে রাখে প্রেমের অস্তরাগ ।