ইচ্ছে
-------
সূর্যোদয় হলে
পূবের আকাশ আমায় সুপ্রভাত জানায়
ঝলমলে রোদে সজীবতা পায় আমার ইচ্ছেগুলো
নীলাকাশে উড়ে যেতে চায় ওরা
রঙিন পাখা মেলে উড়বার অভিপ্রায়
ক্রমাগত ব্যর্থ হয়
মাধ্যাকর্ষণ শক্তি তাদের চুম্বকের মত
নীচে টেনে নেয়।
বরপ্রাপ্ত মন্ত্রশক্তির দ্বারা
আমি তাদের আপ্রাণ রক্ষা করে চলি
চলে ভাগ্যের সাথে আমার চরম সংঘর্ষ
এই যুদ্ধে পরাজিত হয়ে কিছু ইচ্ছেরা
ভাগ্যের কাছে আত্মসমর্পণ করে
আর বাকিরা সংকীর্ণ পালাবার পথ ধরে
উড়ে যায় মুক্তির আস্বাদন নিতে।
সন্ধ্যা নেমে এলে অলিন্দ বেয়ে
নেমে আসে ঘন অন্ধকার
ঘর ফেরা ব্যর্থ ইচ্ছেগুলো ক্লান্ত হয়ে
ঝপাঝপ মাটিতে লুটিয়ে পড়ে ।
মায়াবী রাত আমার মন্ত্রশক্তি কেড়ে নেয়
আমি তখন শক্তিহীন এক অবলা নারী,
ব্যর্থতার গ্লানি নিয়ে
প্রতিরাতে ইচ্ছেগুলোকে মরতে দেখি।
বিনিদ্র রাত জেগে অপেক্ষা করি
আবার এক নতুন দিনের
এক নতুন সূর্যোদয়ের।