তোমার মন খারাপ
স্বীকৃতি প্রসাদ বড়ুয়া


তোমার মন খারাপ তবুও কোকিল পাখিটি একসুরে ডেকেই যাচ্ছে
তোমার মন খারাপ তবুও পৃথিবীতে অনেক নতুন ফুল ফুটছে
তোমার মন খারাপ তবুও বাসগুলো চলে যাচ্ছে তাদের গন্তব্যে
তোমার মন খারাপ তবুও একটি বেহালাবাদক বেহালা বাজাচ্ছে
তোমার মন খারাপ তবুও ঐ অন্ধ ছেলেটি গলির মোড়ে গান গাইছে
তোমার মন খারাপ তবুও হোটেলে হোটেলে বলড্যান্স হচ্ছে অবিরত
তোমার মন খারাপ তবুও তিনবেলা ভাত মাংস পরটা খেতেই হচ্ছে
তোমার মন খারাপ তবুও সুমন গেয়ে চলে প্রথমত আমি তোমাকে চাই
তোমার মন খারাপ তবুও স্টেডিয়ামে সোরগোল করছে উল্লসিত দর্শক।
তোমার মন খারাপ এই কথাটি তুমি ছাড়াও আর কে কে বোঝে বল?