(পূর্ব প্রকাশের পর )
১৭৫৭ সালের পলাশীর বিয়োগান্তক ঘটনা বাঙালী জনজীবনের এক টার্নিং পয়েন্ট। পলাশী পূর্ব বাঙালী ছিল অর্থনৈতিক ভাবে স্বচ্ছল সামাজিক ভাবে একতাবদ্ধ তবে রাজনৈতিক দিক দিয়ে একেবারে অসচেতন। পলাশী পরবর্তী বাঙালী জনসমাজের অর্থনীতির ভীত দুর্বল এমনকি বুনিয়াদী সামাজিক দৃঢ়তা না থাকলেও বাঙালীর  মনন ও চিন্তায় আসে স্বকীয়তা , আধুনিক ও যুগোপযুগী শিক্ষা নিয়ে কতিপয় শ্রেণীর মধ্যে নিজেদের অর্থনৈতিক ও সামাজিক অবস্থানকে সুদৃঢ় করার আকাঙ্খা তীব্রতর হয়।
আধুনিক শিক্ষিত এই এলিট শ্রেণী সরকারী চাকুরী অর্থাৎ রাষ্ট্রীয় কর্ম ক্ষেত্রে অগ্রাধিকার পায়। অপরদিকে পলাশী পূর্বকালীন সুবিধাভুগী শ্রেণী অনেকটা পিছিয়ে পড়ে। কতিপয় মানুষ রাজনৈতিক সচেতন হয়ে উঠে অন্যদিকে সংখ্যাগরিষ্ট মানুষ অন্যায় ও অবিচারের বিরুদ্ধে হয়ে উঠে  ক্ষুব্ধ।  বিনষ্ট হয় হাজার বছরের সহবস্থানের সুসম্পর্ক। (চলবে )