ব্রিটিশ শাসন আমলের বলতে হবে শেষের দিক। বিষ্ফোরোম্ভিক জাতীয় রাজনীতি। অন্যদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঢামাডোল ঠিক সেই সময়ে ১৯৩৭ সালের ১লা জানুয়ারী সিলেটের দক্ষিন সুরমাস্থ ভার্তখলা গ্রামের ঐতিহ্যবাহী খান পরিবারে এক ছোট্ট শিশুর আবির্ভাব। নাম রাখা হয় দিলওয়ার খান। বাড়ির কাছেই সুরমা নদী,ক্বীন ব্রিজে মানুষের পথ চলা,ট্রেনের শব্দ -এই সবের মধ্যেই কবির বড় হয়ে উঠা। সিলেটে গণভোট দেশ ভাগ দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের বার্মা দখল , সিলেট দখলের প্রস্তুতি এইসব কবির শৈশব স্মৃতি।
বিভাগ উত্তর কালে যুগভেরিতে কবির আবির্ভাব -কবিতার নাম সাইফুল্লাহ হে নজরুল।
দেশ ভাগ হল। দ্বিখন্ডিত সিলেট। মানচিত্রের পরিবর্তন ঘটলেও সাধারনের ভাগ্যের পরিবর্তন না ঘটায় ক্ষিপ্ত কিশোর সাধারনের মধ্যেই মিশে যান। পূর্ব পুরুষের বুনিয়াদী খেতাব খান পরিত্যাগ করে দিলওয়ার নামে পরিচিত হয়ে উঠেন। অসাধারন পরিবারে জন্ম নেয়া মানুষটি হয়ে উঠেন অতি সাধারনের। ভাষার দাবিতে শুরু হল আন্দোলন। কবি লিখলেন -আয়রে চাষী মজুর ,কুলি মেথর কুমার কামার/বাংলা ভাষা ডাক দিয়েছে বাংলা তোমার আমার। (চলবে )