একজন নিভৃতচারী কবি যিনি সুরমা পারে কাটিয়ে দেন জীবনের ৭৮ বছর। লন্ডন আমেরিকা কিংবা খুদ  রাজধানীতে যার আলিশান জীবন চলার সব যোগ্যতা ছিল। জন্মমাটির মায়া থেকে বিচ্ছিন্ন হননি। পাড়া গায়ে থেকেও যিনি বাংলাদেশের অন্যতম প্রধান কবি। কবিতাকে যেমনি ভালবাসতেন তেমনি ভালবাসতেন মানুষ ও মাটিকে।
বার্মিংহাম সাহিত্য পরিষদের কর্ণধার কবি অধ্যাপক সৈয়দ ইকবাল এই কৃতিমান মানুষটিকে নিয়ে লিখেছেন এ জন্য ধন্যবাদ। সেপ্টেম্বরে বার্মিংহাম সাহিত্য পরিষদ রবীন্দ্র নজরুল সুকান্ত উত্সব করেছে ।আগামীতে গণমানুষের কবি দিলওয়ার উত্সবের আয়োজন করবে এই প্রত্যাশা । কবির সাথে আমার পরিচয় ১৯৮৫ সালে। ঘনিষ্টতা ১৯৯১ সালে কবির ৫৩তম জন্মদিনে। শেষ দেখা ১৯৯৭ সালের এই সেপ্টেম্বরের কোন এক সময়। আলোচিত হবে আমার লিখা কবি দিলওয়ার :ক্বীন ব্রিজে যিনি সূর্যোদয় দেখতেন নিবন্ধে। সকলে সাথে থাকবেন এই কামনা ।