১৬নভেম্বর ২০১৪ ইংল্যান্ডের ২য় বৃহত্তম শহর বার্র্মিংহামের কভেন্ট্রি রোডস্থ বাংলা ভয়েস কার্যালয়ে অনুষ্টিত হয় বার্মিংহাম সাহিত্য পরিষদের ৯২ তম সাহিত্য আড্ডা। বর্ষিয়ান মুরব্বী ও কমিউনিটি ব্যক্তিত্ব মুক্তিযুদ্ধা আব্দুল হামিদের উপস্থিতিতে উক্ত আড্ডায় আরও অংশ নেন কবি অধ্যাপক সৈয়দ ইকবাল ,অনলাইন পত্রিকা স্বাধীন দেশ সম্পাদক ওবায়দুল কবীর খোকন ,সাংবাদিক ও ছড়াকার সৈয়দ নাসির আহমেদ , কবি সৈয়দ মাসুম ,সৈয়দ নাদির আহমেদ ,ক্রীড়া সাংবাদিক ও নাট্য নির্মাতা সাহিদুর রহমান সোহেল প্রমুখ।
উক্ত আড্ডায় কবি অধ্যাপক সৈয়দ ইকবালের প্রস্তাবানুযায়ী অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী ও বিশিষ্ট লোক সাহিত্য গবেষক চৌধুরী হারূন আকবরের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। এতে উক্ত দু 'ব্যক্তির জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করে এদের বিদেহী আত্মার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।
৯২ তম সাহিত্য আড্ডার মুখ্য বিষয় বাংলা সাহিত্যে মহরম ও আশুরা শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন কবি অধ্যাপক সৈয়দ ইকবাল। কবি সৈয়দ মাসুম ও কবি সৈয়দ ইকবালের স্ব-রচিত কবিতা পাঠের মাধ্যমে মহরম ও আশুরার তাত্পর্য ও গুরুত্ব সম্পর্কিত আলোচনা প্রাণবন্ত হয়ে উঠে।
আড্ডার ব্যপ্তি ঘটে দু'ঘন্টা। সর্বশেষে পরবর্তী আড্ডার তারিখ নির্ধারিত হয় ১৪ই ডিসেম্বর ২০১৪ বিষয়বস্তু বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ।