(প্রঃ শিঃ জনাব আব্দুল আওয়াল শ্রদ্ধাষ্পদেষু)


আমার উদ্ভাসোন্মুখ প্রজ্ঞার সুপ্ত আকরে
যাঁর অঙ্কুরোদ্গমের ছোঁয়া লেগেছিলো,
সে তুমি!


অজস্র জনতার পরিমণ্ডলে উচ্চারিত
আমার শব্দাবলীর সৎসাহসের উৎস,
সে তুমি!


জ্ঞান বিস্তারের মহানব্রতের প্রথম পদক্ষেপে
আমায় সম্পৃক্ত করার প্রবক্তা,
সে তুমি!


আপন মনের শিল্প-সুষমায় রচিত
যে চিরন্তনী জ্ঞান-মিনার - তার স্থপতি,
সে তুমি!


আর সে মিনারের প্রথম বেদীতে
আমায় উৎসর্গ করার উদ্গাতা,
সে তুমি!


তব কানন থেকে বিচ্ছুরিত হওয়া
পুষ্পরাজির সমন্বয়ে গ্রথিত মালার প্রেরণা,
সে তুমি!


আমার জীবনের তাবৎ পথচলায়
রয়েছে যার দরদ বিগলিত শুভ কামনা,
সে তুমি!


তোমার সৃষ্টির ঋণ স্বীকার করে
মুক্তি পাবার দুঃসাহস - সে আমার নেই,
তাই ক্ষমা করো হে ঋত্বিক!


[১৯৯৬]