প্রশস্ত উঠোন এক
স্বাগত সম্ভাষে মিটেল রোদ
হাত চেপে ধরে ক্ষুদে সাথী
অথচ, নিঃসঙ্গ-বোধ
এখানে ওখানে মেলে আরো ক’জন
ক্রমেই জমে উঠে ভিড়
যেন এক ‘তাহরীর স্কোয়ার’*
হয়তো উঠবে আওয়াজ ন্যায্য হক্ব’এর
নয়তো শেকল ভাঙ্গার
কিন্তু, না!
ঘণ্টাধ্বনিতেই ছত্রভঙ্গ হয় জনতা
চলে যায়, যে যার গন্তব্যে
উন্মুক্ত উঠোন ফিরে তার আদিম একাকীত্বে।


*মিশরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু


[১৬/০৪/২০১২; সকাল ৯টা]


Lonely


A spacious courtyard
welcomes the radiant sun,
Clutching the hands of little companions,
Yet still feels lonely,
Here and there more and more gather,
The crowd gradually becoming ever so larger,
Like 'Tahrir Square';
Perhaps they come to raise their voices
Awareness for their rights
Or to fight for freedom to break their chains that grasp them tight,
But no!
Like clockwork, the bell rings - the crowd dispersed
desperate to elude,
And the open courtyard returns to its prior solitude!


Translated by: Nijhum & Nirjhor Syed