তাগুতের হাতে বন্দী যেহেতু
সত্য-ন্যায়ের আলোকপথ;
আমরা সঁপিবো নিষ্পাপ প্রাণ
স্রষ্টার নামে নিয়ে শপথ।
তবুও এদের আঁধার রাজ্যে
হয় যদি কভু সত্যের ভোর;
বিশ্বমানব লভিবে শান্তি
রচিবে সাম্য-মৈত্রীর প্রীতিডোর।


তাগুত (তোয়াঘূত) = যে বা যারা স্রষ্টার শক্তি ও ক্ষমতাকে অস্বীকার করে এবং কার্যতঃ নিজের শক্তি ও ক্ষমতাকে স্রষ্টার শক্তি ও ক্ষমতার উর্ধে প্রমাণ করতে চায়, যেমনঃ স্বৈরাচারী, হত্যা-লুষ্ঠনকারী, সন্ত্রাসী, অত্যাচারী, প্রজাপীড়ক, জালিম ব্যক্তি/ শাসক/ রাষ্ট্র ইত্যাদি।


(২রা মার্চ ২০১৮)


Love-bond
Iqbal Syed


Since the light of truth and justice
captive in the hands of Tyrants;
We will submit our innocent souls
swearing by the name of the Creator.
Yet in their dark kingdom
If ever the dawn of truth comes;
Then people of the world will get the peace
rebuild the love-bond of equality and friendship.


(2nd March 2018)