(সেলিনা আলম লিপি সুহৃদেষু)


[পাক্ষিক ‘অনন্যা’র সাবেক নির্বাহী সম্পাদক ও নারী সাংবাদিক নেতা (সর্বজন শ্রদ্ধেয়) দিল মনোয়ারা মনু'র প্রয়াণে]


মা-বাবার পর –
যার কোলে রাখা যায় মাথা,
যারে বলা যায় মনের সুখ-ব্যথা,
যার ভরসায় পথচলা হয় মসৃণ,
যার সাথে বাড়ে শুধু হৃদয়ের ঋণ;
সে যে বড় বোন - তব রক্তের জন,
যাকে হারিয়ে জাগে ব্যথা বুকে টনটন!


যার গেছে সে-ই বুঝে সে কষ্টের ধরন,
আমারও যে গেছে চলে একমাত্র জন;
আমাদের প্রার্থনা তাঁর কাছে - যিনি নিরঞ্জন,
রেখো রহমতের আদরে আমার মায়ার জন!


১৬/১০/২০১৯
(বামিংহাম, ইউকে)