আজ এ যায়, তো কাল ও যায়।
যাবার বেলায় বলে যায়,
"দোয়া করবেন ভাই, যাচ্ছি আমি দেশে";
আমি বলি, "আল্লাহর রহমতে
যান সহি-সালামতে,
আর আমার ভালোবাসাটুকুন পৌঁছে দিয়েন বাংলার মাটিকে"!
সচকিতে তাকিয়ে আমার পানে,
জিজ্ঞাসে, "বাংলার মাটি কি এমন করে আপনারে টানে"?
জবাবে বলি, "কী আছে আর আমার দেবার,
দিলাম তাই হৃদয়-ছেঁড়া কিঞ্চিৎ ভালোবাসার"!
কেউবা আবার বলে, "চলেন আমার সাথে,
দেবো টাকা-পয়সা যা যা লাগে";
সাথে সাথে জিজ্ঞাসি আমি, "বলছেন কি সত্যি?
তাহলে, এক্ষুণি এই মুহূর্তে, এই বেশে হচ্ছি আপনার সাথী"!
হেসে হেসে কুটি কুটি শুধায় সে এবার,
"ওমা আমি তো বুঝিনি ভালোবাসা এত গভীর আপনার;
করতাম না তাহলে এমন ঠাট্টা আর"!
যে বাংলার মাটি কামড়ে হলাম ফলবতী বৃক্ষ আমি তিলে তিলে,
কিঞ্চিৎ সুখের তরে থাকি কীকরে পয়ত্রিশটি বছরকে ভুলে?  
তাই বারে বারে কেবল একই দাবি, একই আশা,
"বাংলার মাটিকে দিও আমার অকৃত্রিম  ভালবাসা"!


(৩০শে সেপ্টেম্বর ২০১৫)