মনের আকাশে দীপ্যমান ছিল একটিমাত্র তারা,
সে তারা আর কভু যে দেবে না-কো সাড়া!
রাত-দুপুরে হঠাৎ করে নিভে গেল তার আলো,
ঔজ্জ্বল্য বিলায়ে বিলায়ে সে যে হয়েছিল বড্ড কালো।
অনেক অ-তারা হলো যে তারা তাঁরই ছোঁয়ায়,
নব্যতারারা কোনো ফুরসতে কি তা ভেবে পায়?
মাথার উপর আকাশ ছিল, ছিল একটি উজ্জ্বল তারা,
আকাশ ভাঙলে, তারা হারালে হবোই তো দিশেহারা!
সে তারার ঋণ পারবো না শোধিতে জানি কভু,
তাই তাঁর কল্যাণ মাঙি শুধু তোমার কাছে প্রভু!


(২৮ মে ২০১৭)