আমার কাটানো আধারে তুমি নেই,
আমার সাদা আকাশ দেখার স্মৃতি রাখার স্থানে
তোমার ছায়া নেই দুপুরে,
আমার কাছে তুমি বলতে শুধুই তোমার নি:শ্বাসের শব্দ আড়মোড়া দিয়ে ঘুম ভাঙা সকাল,
আমার কাছে ছিলো বৃষ্টি মানে সন্ধ্যা বাতি,
আমার কাছে এখন আর কি আছে কে জানে,
হয়তো আমিও নেই,
আমার আমি কোথাও নেই,
বিলীন হয়ে হাওয়ায় মিশে যাচ্ছি ক্রমশ নির্জনতায়,
এক কুটিরে,
যেখানে বৃষ্টি এলে টুপটুপ শব্দ করে,
আমার যে হয়না রঙিন গল্পের চয়ন তুলা,
হয়না কাউকেই বলা কথা,মনগড়া;
আমার যে মুছে যাচ্ছে দিন,
বাড়ছে বয়স,কমছে যুতি চোখের!


২১ মে ২০১৭ ইং