বাইরে মৃত্যু যেন হুংকার করছে,
ভেতরটা ঠান্ডা খুব শীতল অনুভব করছি
গলা শুকিয়ে গেছে,যেনো পৃথিবী জলশূন্য
খাদ্যের সংকট আর অসহায়ত্বের কাছে বন্ধী!
কেউ ভেতরে আসতে পারছেনা,না বাহিরের কেউ ভেতর আসছে;
দুর্ভিক্ষে হয়তো একফোঁটা জলই পিপাসা মেটাত কিন্তু
এ যে জীবন!
একটা জীবনের জন্য অনেকগুলো জীবন হুট করেই চলে যেতে পারে,এ এক দ্বিধা ধন্ধের দেয়াল,
চাইলেও টপকানো যাবেনা,এ হয় না!