একটা যুগ কেটে গেছে তোমার সাথে আমার পরিচয়ে,
অভিযোগ,মৌনতা,অভিমান আর প্রেমে!
কেমন জানি সময় খুব দ্রুতই ছিলো,
শুনেছি ভালোলাগা,সুখ,রোমন্থন মুহুর্ত নাকি ঘোরের জালে চলে যায়;


সে কথা থাক,
আমিত্ব টা কি ঝেড়ে ফেলা অন্যায় না কি অপরাধ!
কেমন জানি একটা দায় ঘাড়েচাপা দিয়ে তুমি উধাও হয়ে গেলে,
অদ্ভুত!  বিষণ অন্যায়!


রাতের আধার ঠিকই আছে,দিনের আলো যেমন
তোমার আমি আর আমি নেই, তুমি ও বিলীন!
শব্দ আজকাল বড্ড বেমানান,
অসহ্য সাজ সজ্জাও!
তুমি ভালো আছো তো?


পুরোনো ডায়রি খোলা হয়না তেমন,
যত্ন করে রেখে দিয়েছি আলমিরাতে,
খুব চাইতে তুমি,দু:খিত দেইনি বলে!
আমার যা আছে আমারই থাক না,হয়তো জেনেছিলো আত্না ও যে তুমি আর আমার রবেনা;


দেখো,কি আশ্চর্য!
তুমি আর নেই,আমার কোন কাব্যেও
কোথাও খোঁজে পাইনা
বেশ ভালো আছো তাই না?