আবারো ফিরে যেতে চাই আমি প্রিয় টানে,
তোমার স্মৃতি চরণে হারাতে
অনুনয়ী জীবনের প্রেম কাব্য লিখেছিলে সময়ের প্রয়োজনে,
গন্তব্যহীন আবেগ মুছে গেলো নিরবে।
অবাক দৃষ্টিতে বাড়ে বার,
তাকিয়ে থাকি দৃষ্টিহীন পলকে
ঝরঝরা অশ্রু চোখে
ভালোলাগার ছন্দ লিখে বিরহী হৃদয়ে।
একন্ত আপন প্রবাহে,
রংতুলির রঙে রাঙিয়েছিলে আমার ঘুমন্ত মনটাকে,
অবহেলার বিবর্ণ নিকষিত যন্ত্রণায় ভাসিয়েছ হঠাৎ হারিয়ে।
অধরা আমার শব্দগুলো বিষাদের রং ছড়ায়,
ক্ষণেক্ষণে আকাশের মতো রঙ বদলায়।
অপেক্ষিত বুকে বেড়ে চলে হাহাকার,
মায়ার পৃথিবী ঘীরে রাখে তুমি নামে একজন।
কত বার আমি চেষ্টা করেছি মুছে ফেলতে নিজেকে,
নিজের একন্ত অনুভূতিগুলোকে বোঝাতে
ব্যর্থতা আমায় কভু ছাড়েনা,
তোমায় ভুলতে চেয়েও ভোলা হলোনা।


আবারো,
আরো একটি বার তোমার আকাশের নীলে,
উড়াতে চাই ঘুড়ি অভিপ্রায়ের সবটা জুড়ে
নূতন একটা স্বপ্নের ঠিকানা নিয়ে
আমি নূতন একটা সূর্যোদয় চাই
যেদিন তুমি আমার হয়ে,
ফিরে আসবে আপন নীড়ে।


০৪-০৯-২০১৯
কীর্তনখোলা ১০ লঞ্চ,
বরিশাল লঞ্চঘাট।