ক্ষতবিক্ষত হৃদয়ে বিরহবেদনার বাস,
ক্ষণেক্ষণে মনে হয় জীবন মানেই যন্ত্রণার নীলচে শহর
আকাশ নীলে ভালোবাসা অভিরাম,
নীলের চাদরে প্রেমের সঙ্গম
জ্বলে জোনাকিপোকা মিটিমিটি করে,
ইচ্ছের বকুল ফুলে কাঁদায় অশ্রুজলে
সীমাহীন মনের নিভৃতে অগচরে,
দিবসে ব্যাধিত হয় অন্যের ছন্নছাড়া জীবন অনুভব করে
নির্মম হৃদয়ে অনুতপ্ত কর্মে জ্ঞানহীন দুর্বলতা,
অন্যের পাপ, ভুলে বিষক্ত হয় জীবনী কামনা,
মাঝেমাঝে বলি,চলোনা এমন পথে,
তুমি সুন্দর কর্মে দাও প্রকাশ করে
সাহস যতটুকু আশা জাগায় মনে,
ইশারা ইঙ্গিতে বলার পরে আমাকে ভুল বুঝে
বন্ধু আমি নাও কারো, দিতে জানিনা সম্মান
যতটুকু পারি দেখাই তবো সুপথ
নিরবে একদিন ভেবো আনমনে,
কোন খেয়ালী রাতের ঘুমের অবসানে
কি বলেছিলাম আমি, ছিলো কি ভুল
উত্তর পেলে আমার জীবন হবে অপরূপ।