গভীর রাত,নিস্তব্ধ প্রকৃতি
ঘুমিয়ে পড়েছে ব্যস্ত লোকালয়
টুপটাপ শব্দে মুখরিত চারিপাশ,
অন্ধকারে আবৃত চোখের আঙিনা
কোথাও আলো নেই,নেই পাশে কেউ নেই
শুধুই একা
তবু বর্ষার রাত এখনো আমাকে স্পর্শ করে
হারানো সুরের টানে, দুচোখের ঘুম কেড়ে নিয়ে।
বৃষ্টির শব্দে, মাতাল টানে ভাবনার অন্যরকম মায়াজাল
স্বপ্নের খেয়ায় তোমারি পারাপার
কোথায় যেনো  রয়েছ তুমি, খুঁজে পাই তোমার অস্তিত্ব আমার মন পাড়ায়
সবটুকু আবেগে এক মুঠো অনুভূতি,
দীর্ঘ নিঃশ্বাসে নিষ্পাপ দেহ জুরে অনির্বাণ আকুতি
কেন হারিয়ে গেলে?
কি ভুলে?
উত্তর আজো অজানা,
স্মৃতির পটে অংকিত ভালোবাসার রং-এ কত ছবি
এখনো অমলিন নিশ্চুপ আঁধারিকার মাঝে।
রাতের মধ্যভাগে হঠাৎ বৃষ্টি এলে,
ঘুম ভাঙ্গিয়ে জানালার পাশে দাড়িয়ে,
চলোনা বৃষ্টিতে ভিজি
আবছায়া তোমার মুখ তবু যেন উজ্জল,
মিলনের সুখ পেতে বাহানার কামনা।
নিঃসংঙ্গ প্রহরী এখন নিজের রাজ্যে নিজে
জানিনা এখন তুমি গেছ কোথাও হারিয়ে
রঙিণ করো কার স্বপন, কিবা এমন নতুনত্বে?
পালকের স্পর্শে ছুঁয়ে যায় দেয়াল,
আঘাত করে শত উষ্ণ আদর
ভেঙ্গে চুরমার হয় কুঁড়িয়ে পাওয়া প্রহসনে।
অবসাদ, বিষন্ন হৃদয়ে এই নিভৃতে
চোখে জল টলমল, ঝরে ফোঁট ফোঁটা করে
সেইতো ঘুমাতে পারিনা হঠাৎ বৃষ্টি এলে
তবু যেনো বর্ষার রাত এখনো স্পর্শ করে
হয়তো সুখের বদলে যন্ত্রণার শরীরে,
বার বার করে।
-----------------------
১২-১০-২০১৮
বরিশাল