আমি মুসলিম মুখে বলি বড় গলায়,
কাজ কর্মে ছন্নছাড়া ,অন্তরে বিশ্বাস নেই ছিটেফোটা
মুসলিম ঘরে জন্মলে কি মুসলিম হওয়া যায়?
যদি ভিতরে না থাকে নৈতিকতা।
অনেকেই তো জন্মায় শিক্ষিত পরিবারে ,
যদি সে নিজে শিক্ষা গ্রহণ না করে
তাকে কি শিক্ষিত বলা চলে?
তাহলে কেনো বড় গলায় বলি আমি মুসলিম
যদি না মানি আমাদের জীবন ব্যবস্থা।
মসজিদে আজান হয় ,
ডাকে দ্বীনের পথে
শুনেও শুনিনা
কেনো বলো আমরা এমন?
আমি যদি নাইবা মানি ইসলামী জীবন ব্যবস্থা,
কেনো করি মুসলিমদের সাথে বার বার প্রতারণা।
সবার তরে এই আবেদন আমার
শুনে নয়, বুঝে ,অনুসন্ধান করে করি যেনো দ্বীনের র্চচা
পণ্যবান হবো সবাই ,কবুল করবেন আল্লাহ।।।।