গত কাল সারাটা দিন খুব একা ছিলাম,
বিষণ্ণতা ছুঁয়ে দিয়েছিলো আমার ভাবনাকে
তোমায় নিয়ে খুব ভেবেছি,
কিছুটা অশ্রুও ঝরিয়েছি।
অগোচরে,ভীষণ রকম মনে পড়েছে স্মৃতির তোমাকে,
যন্ত্রণার একটা পাহাড় চেপে বসেছিলো আমার
তুমহীন শহরে।
আমার লাগানো নূতন গাছটাতে একটাই টকটকে লাল গোলাপ ফুটেছে
খুব সুন্দর লাগছিলো ফুলটাকে।
মনে মনে কল্পনা করছিলাম ফুলটা এবং তোমাকে নিয়ে,
বর্ষার কোন একটা সন্ধিক্ষণ,
ঝিরঝির বৃষ্টি ঝরছে
তুমি আর আমি ভিজছি সেই বৃষ্টির জলে
তোমার পাগলামি আমাকে ডাকছিলো ছেলেমানুষির তরে
হঠাৎ বৃষ্টি থেমে যায়,
তোমায় ঘীরে ধরে লাজুকতা
আমি তোমার লাজুকতা সরিয়ে হাত স্পর্শ করি,
তাঁতে গুঁজে দেই আমার গাছের লাল গোলাপটি
তুমি গোলাপ নিয়ে বুকে জড়িয়ে নাও আমায়,
আবার বৃষ্টি শুরু হয়, মুশলধারা বৃষ্টি।
কল্পনার ঘোর ভাঙে রক্তাক্ত হয় মনের তেপান্তর,
তুমি হীনা আমি হয়ে যাই চাঁদহীন অন্ধকারাবৃত রাতের প্রহরী।