অপেক্ষায় অপেক্ষিত আমি,
নির্জন নিস্পন্দিত মনে
কখনো আকাশ দেখা হয়নি আমার কারো সাথে,
কখনো বেড়ানো হয়নি ডিঙি নৌকায় চরে
কখনো আবৃতি করা হয়নি দ্বৈত কণ্ঠে কবিতা,
কোন ভালোবাসার শব্দমালা দিয়ে।
অপেক্ষায় অপেক্ষিত আমি তবো দিন থেকে দিন,
বছর পেরিয়ে বহু শতাব্দীর পর শতাব্দী
অবহেলিত জীবনে দেখায়নি কেউ বেচে থাকার পূর্ণতা,
অবেলার আবেগে ঝরিয়েছি ভাবনার অশ্রুমালা।
শরৎ আসে বারে বার,
ফুটে কাঁশফুল
বসন্ত এলে পরে ভেঙে যায় বুক
গাছে গাছে পুষ্প ফুটে তেপান্তর জুড়ে,
সুঘ্রাণে জাগ্রত হয় ভালোলাগার ইচ্ছেপনা,
কোকিলের কণ্ঠে সুর তোলে সঙ্গীর কামনা।
অপেক্ষায় অপেক্ষিত আমি তবো থেকে যাই,
বর্ষার বিরামহীন বৃষ্টির মাঝে অশ্রু লুকাই,
জানালার ধারে দাড়িয়ে দেখি ঝরঝর ধারা,
শব্দের প্রবহমান শব্দে আঘাত করে মৃত স্মৃতির মালা,
ঝরে যায় বৃষ্টি, আমি একলা একলা
উদাসীন নয়নে খুঁজি ডায়েরীর হারানো স্মৃতিকথা।