প্রভাত হলে পাখি ছুটে যায় দূরে,
ডানামেলে উড়ে অভিরাম ভাবে
উড়তে উড়তে কিছু পাখি ক্লান্ত হয়ে যায়,
স্বপ্ন ভেঙে পাখি আবার নীড় হারা হয়।


সব পাখি ফিরেনা নীড়ে,
তবু দিনের শেষে
পথহারা হয়ে অশ্রু ঝরায় পাখি নির্বাকে।


হারানোর বেদনায় বিষণ্ণতা প্রিয় মায়ার টানে,
খুঁজতে খুঁজতে চিরকাল আশায় বুক বাঁধে
এই বুঝি ফিরাবে পাখি,
আমারই কুঁড়েঘরে
আপন ডাকে আমায় জড়িয়ে নিবে অবশেষে।


বাসনাগুলো থেকে যায় অধরা,
অপরিপূর্ণতার নিবিড়ে মনে আসে যন্ত্রণা
একা একা নীড় খুঁজে দলহীন পাখি,
রাতের বিশ্রামে পাহাড়া দেয় পুরানো স্মৃতি
অভিপ্রায় ছিলো কি?
হয়ে গেলো একি
সময়ের নিয়মে হারিয়ে গেলো সবই।


মিরপুর ১২
ব্লক-B,রোড-১০