জগতে সুখ নাই
সাইয়িদ রফিকুল হক


এই জগতে সুখ নাই,
সুখটা যেন পালিয়েছে কোথায়!
কষ্টের পাহাড় জমেছে আজ
গরিব-দুঃখীর নিঃস্ব মাথায়।
সুখ-সুখ করে পায় না তবুও
গরিবগুলো একটুখানি সুখ,
দিনের বেলা অন্ধকারে
ঢেকে যাচ্ছে তাই অভাবীর মুখ!
তবুও যেন সুখের আশায়
ঘুরছে এখন খুব অসহায় মানুষ,
তাদের বুকের পাঁজর ভেঙ্গে
সুখে ফাটে ধনীর ফানুস!
এই জগতে কোথাও কোনো সুখ নাই,
অথবা আজ সুখটা যেন শুধু ধনীর ঠাঁই।


সাইয়িদ রফিকুল হক
১২/০২/২০১৮