আত্মভুলের হিসাব
সাইয়িদ রফিকুল হক


ভেবেছিলাম আমার চোখে
ঘুমটা আসে জেঁকে,
এখন দেখি তুমি ঘুমাও
মুখটি কেমন বেঁকে!
সবার বুঝি নিদ্রা আছে
সবার আছে ক্লান্তি,
তবে কেন আমায় দেখে
সবার মনে ভ্রান্তি?
ঘুমকাতুরে অলসগুলো
ধরছে লোকের ভুল!
বলি ভায়া, তোমার ভুলে
ফুটবে নাকি ফুল?
নিজের ভুলে হও রে সজাগ
কর নিজের শোধন,
আত্মভুলের হিসাব মিললে
হবে জাতির বোধন।



সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
২১/১০/২০১৭