আত্মোপলব্ধির গান
সাইয়িদ রফিকুল হক


চোখের কোণে জমলো বুঝি
অবশেষে অনেক বেশি কালি,
ভালোবাসার রূপসাগরে
সাঁতার কেটেও তুমি এখন
কার যে এমন চোখের বালি!
মনের মাঝে দুঃখ বেশি
তাইতো দেখি তোমার চোখে কালি,
নতুন স্বপ্নে ওঠো জেগে
হৃদয়টাকে বানাও ফুলের ডালি।
কষ্টগুলো শুকনো পাতা
হাসিমুখে দাও না ঝেড়ে ফেলে,
দেখবে তুমি চিলের মতো
মনের সুখে উড়ছো ডানা মেলে।
তোমার চোখে জমবে কেন
এমনতর কষ্টভরা কালি,
নিজের বোধে হও না সুখী
ঝেড়ে ফেলো দুঃখ-জরা-বালি।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৯/০৯/২০১৭