বাংলাদেশের উন্নয়নে
সাইয়িদ রফিকুল হক


বাংলাদেশের উন্নয়নে
চোখ দুটি তোর যাচ্ছে পুড়ে,
তুই যে ভীষণ হিংসুটে রে
আদিমকালের কুঁড়ে।
দেশের জন্য তুমি কিছু
পারছো নাতো করতে,
যারা দেশের করছে কিছু
চাইছো তাদের টেনে ধরতে!


বাংলাদেশের উন্নয়নে
বুকটা তোমার ফাটে,
তাই বদনাম যে করছো তুমি
বিশ্বসভার হাটে।
তোমার মনে ব্যাধি অনেক
চাইছো দেশের ক্ষতি,
মানুষ হতে চাইলে তুমি
ঠিক করগে মতিগতি।
বিশ্বসভায় বাংলাদেশের
বাড়বে আরও প্রভাব,
হিংসা করে লাভ কী বলো?
ঠিক করগে স্বভাব।
দেশের খেয়ে দেশের পরে
করছে যারা মামদোবাজি,
এই দেশেতে বসত করে
তারা হলো বিশ্বপাজী।


বাংলাদেশের উন্নয়নে
বিশ্ব অবাক হয়!
তবে কেন দেশের মানুষ
তোমার এতো ভয়?
তুমি বুঝি মীরজাফরদের
হবে কোনো স্বজন,
তাইতো দেখি তোমার বুকে
বাজে ব্যথার ভজন।
বাংলা-মায়ের রক্ত যাদের
আছে সোনার দেহে,
বাংলাদেশের উন্নয়নে
হাসবে তারা স্নেহে।


সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
০৮/০৬/২০১৭