ভদ্রতার রঙ কী?
সাইয়িদ রফিকুল হক


ভদ্রতার রঙ কী?
লাল, নীল, কালো,
হলুদ, কমলা, বেগুনী,
গোলাপি, আসমানি?
নাকি বাংলার চিরসবুজ?
কেউ চেনে না ভদ্রতার রঙ,
কেউ খোঁজে না আজ ভদ্রতা।
আর ভদ্রতা বোঝে না অবুঝ।


ভদ্রতা কোথায় মেলে?
অলিতেগলিতে
রাস্তাঘাটে
মাঠেময়দানে
নাকি শুধু শিক্ষাপ্রতিষ্ঠানে?
কেউ জানে না
ভদ্রতা কোথায় মেলে এখন।


সবার প্রয়োজন ভদ্রতা,
তবুও সংকট ভদ্রতার,
ভদ্রতার চাহিদা বেশি
ভদ্রতার দাম বেশি
তবুও দেখি ভদ্রতা কম!
তবে কি আজ
ভদ্রতার সম্মানও কম?


চাই না আর রঙের খেলা,
চাই না আর বাহারি পোশাক,
চাই শুধু ভদ্রতা আর ভদ্রতা,
আমাদের প্রয়োজন শুধু ভদ্রতার।


চারিদিকে এত রঙ আর রঙ
কিন্তু ভদ্রতার রঙ কী?
আর ভদ্রতা কোথায় মেলে?
কে দিবে আজ এর উপযুক্ত জবাব?
তবুও বলছি: কেউ কি বলবেন
ভদ্রতার রঙ কী?
আর ভদ্রতা কোথায় মেলে?



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২২/০৭/২০১৭