ছায়া-কায়া সবই মায়া
সাইয়িদ রফিকুল হক


ছায়া-কায়া সবই মায়া
কেউ তো আপন নয়,
মন যে আমার প্রিয় অতি
তারে নিয়েও ভয়!


জগত-মাঝে কে যে আমার
একটুখানি আপন!
কোথায় পাবো খুঁজে এখন
মনের মতো বাঁধন?
সন্দেহ তাই দোলে আজকে
সারা জগতময়।


মানুষ খুঁজে মরছি আজকে
মানুষ তবুও কোথায়?
একটা মানুষ পেলে তাকে
রাখবো তুলে মাথায়।
মানুষরূপী জীবের রাজ্যে
মানুষ কেই-বা হয়!


সাইয়িদ রফিকুল হক
৩১/০৫/২০১৮