দম ফুরালে
সাইয়িদ রফিকুল হক


দম ফুরালে দম পাবি না
দম যে বড় দামি,
দম ফুরানোর আগেই তোমায়
হতে হবে নামি।
মরার আগে মরবি নারে
কর না রসদ জোগার,
নইলে যে তুই হয়ে যাবি
পরকালের জোকার!
দম ফুরালে দম পাবি না
যতই কাঁদিস জোরে,
হায়াত-মওত বন্ধ হয় না
লোকজনের ওই শোরে।
একটুখানি দম রে বাবা
কখন যাবে উড়ে,
দম ফুরালে দম পাবি না
সারাজগত ঘুরে।


সাইয়িদ রফিকুল হক
১৮/১০/২০১৮