দেখবো না তোদের মুখ
সাইয়িদ রফিকুল হক


মাথায় তুলে মারবো তোরে
দেখবো নাকো মুখ,
তুই মোনাফেক ভেঙ্গেছিস
বীর-জাতির বুক!
রক্তে তোদের লেগে আছে
পাকি-পাকি-ঘ্রাণ,
তোদের জন্যই ঝরে গেছে
ত্রিশলক্ষ প্রাণ!
তোরা ভীষণ কেউটের বংশ
আবার তুলেছিস ফণা,
এবার জাতি রাখবে নাকো
ঘৃণ্য-পাপের কণা।
পশু থেকে অধম যারা
কে আর দেখে তাদের মুখ?
কাপুরুষেরা বারেবারে
ভেঙ্গেছে জাতির বুক!
লজ্জা দেখি পশুর চোখে
কিন্তু ওরা ভীষণ বেহায়া,
ওদের জন্য কারও মনে
জন্মাবে না মায়া।
আমার দেশের শত্রু তোরা
দেখবো না তোদের মুখ,
আসছে সুদিন—নব-নবীন
ভাঙ্গবে তোদের বুক।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৫/০৪/২০১৭