ধর্মের ষাঁড়
সাইয়িদ রফিকুল হক


পরের ধনে পোদ্দারি যে
তাইতে মনে ফুর্তি,
বিনা কাজে খেয়ে-দেয়ে
ধরছো ভীষণ মূর্তি!
পরের টাকায় বেশি সুখে
হচ্ছে শরীর গরম,
ধর্ম-ষাঁড়ের দাপট দেখি
আজকে দেশে চরম!
তোমার হাতে টাকা আছে
আরও আছে লোক,
কিন্তু তবুও বুকের ভিতর
কাটে নাতো শোক!
লোকে তোমায় ঘৃণা করে
দেখলে সরে বসে,
তবুও তুমি লুটেপুটে
খাচ্ছো ভীষণ ঘষে!
তোমার ঘষায় দেশটা বুঝি
এবার হবে ছ্যাঁদা,
ওরে তোরা দেখিস কী রে
ধর্ম-ষাঁড়টা খেদা।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩১/০৫/২০১৭