দুয়ার খুলে রেখো
সাইয়িদ রফিকুল হক


দুয়ার খুলে রাখলে তুমি
দেখবে রঙিন ভোর,
সহজপথে ঢুকতে পারে
আবার কিছু চোর!
তাই বলে কি বদ্ধঘরে
থাকবে তুমি বসে?
বাইরে-দুয়ার খুলে রেখো
ভিতর বাঁধো কষে!
জ্ঞানের রাজ্যে দুয়ার খুলে
দেখতে হবে সব,
নইলে তোমার ভিতরটাতে
বাজবে শুধু হুক্কাহুয়া রব!
এই পৃথিবী অনেক বড়
দেখতে হবে ঘুরে,
জ্ঞানের কত উপকরণ
হাসছে জগতজুড়ে।


সাইয়িদ রফিকুল হক
০৯/০৫/২০১৮