ফাল্গুন ফিরে আসে
সাইয়িদ রফিকুল হক


নবফাল্গুন ফিরে আসে বীর-উল্লাসে
এখনও যে এই পৃথিবীর যৌবন আছে,
নবফাল্গুন ফিরে আসে বারেবারে হাসিমুখে
এখনও তাই এই পৃথিবীর সব মানুষের কাছে।
হৃদয়-মাঝে আজকে দেখি নতুন হাসির বান,
বিশ্বের বুকে এই ফাল্গুনে জাগলো নতুন প্রাণ।
শিমুল-পলাশ রক্তরঙে জেগে আছে সারাক্ষণ,
আশার বার্তা শুনিয়ে দেয় কৃষ্ণচূড়ার রক্তবন।
জরাজীর্ণ যাচ্ছে ঝরে বিপুল রঙের আবাহনে,
ভালোবাসার জ্বলছে মশাল সবার রঙিন মনে।
ফুলের কাছে চাইছে বুঝি সবাই এখন ভালোবাসা,
সবার বুকে নবকল্লোল জাগায় দেখি রূপজীবনের আশা।
নবফাল্গুন ফিরে আসে বাংলার সকল বৃক্ষশাখায়,
ভালোবাসার মুকুট ওঠে এই ফাল্গুনে বাংলা-মায়ের মাথায়।
ফাল্গুন-মাসে সবজীবনে নতুন আশায় জোয়ার যেন জাগে,
শুকনো মনে পলাশ-রঙে হাসি ফোটে নব-নব অনুরাগে।
এসো-এসো, আজকে সবাই সবুজ-বাংলার নীলআকাশের কোলে,
চেয়ে দেখ চারিপাশে আজকে শুধু যৌবনরঙে ফাল্গুন দোলে।


সাইয়িদ রফিকুল হক
১৩/০২/২০১৮
পহেলা ফাল্গুন, ২৪২৪ বঙ্গাব্দ।