ঘোমটা ফেলে
সাইয়িদ রফিকুল হক


ঘোমটা ফেলে মনটা তোমার
এবার করো পরিষ্কার,
নইলে তুমি সত্য থেকে
চিরতরে হবে বহিষ্কার।
ঘোমটা দিলেই হয় না সাধু
হয় না কেহ পুণ্যসতী,
ঘোমটা দিয়েই অনেকজনে
করছে ভীষণ রমণরতি!
ভালোমানুষ হতে গেলে
লাগবে তোমার মনুষ্যত্ব,
আসল ছেড়ে নকল ধরে
হবে ভেজাল আমসত্ত্ব!
ঘোমটা ছেড়ে ঘোমটা ফেলে
হওরে সবাই খাঁটি,
ভণ্ডসাধু চিনবে নারে
বাংলাদেশের মাটি।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২১/০৪/২০১৭