হাল-ফ্যাশনের ললনা
সাইয়িদ রফিকুল হক


বলছি তোমায়, হাল-ফ্যাশনের ললনা,
বুঝতে যদি করতে নাতো ছলনা।
ভালোবাসার মূল্য অনেক
সে তো সবাই জানে,
তোমার মতো ললনারা
এসব কি আর মানে?
এখন সবাই সবখানেতে
লাভ যে খোঁজে আগে,
ভালোবাসা বিক্রি হয় রে
টাকার অনুরাগে!
মনের কথা কেউ ভাবে না
মন যে কাঁদে চুপে,
সবাই এখন ছুটছে দেখি
অন্ধলাভের কূপে!
টাকার লোভে কন্যা তুমি ছাড়লে প্রেমিকজন,
এই দুনিয়ায় টাকাই বুঝি তোমাদেরই স্বজন।


বলছি তোমায়, হাল-ফ্যাশনের ললনা,
ভালোবাসার নামে তুমি করবে কত বঞ্চনা?


সাইয়িদ রফিকুল হক
২৩/০২/২০১৮