হ্যাংলামি
সাইয়িদ রফিকুল হক


তোমাকে ভালোবাসি বলে
একদিন তুমি আমাকে বলেছিলে হ্যাংলা!
আর খুব বকেছিলে সবার সামনে,
এসব নাকি তোমার ভালো লাগে না!
এখন দেখি সেই তুমি
একটা হিরোঞ্চির পিছনে ঘুরছো!
আর তার হাত ধরে হাঁটছো ধানমন্ডি-লেকের পাশে,
আবার তার হাত ধরে পথ চলতে-চলতে
খাচ্ছো গরম-গরম বাদামভাজা,
আর তোমার মুখে সে কী হাসি!
তুমি এখন বুঝি ভালোবাসা বোঝো?
তুমি এখন বুঝি ভালোবাসার মানে জানো?


একদিন তুমি আমাকে বলেছিলে হ্যাংলা!
শুধু একবার তোমাকে ভালোবাসার কথাটা বলেছিলাম,
আর এখন তুমি একটা হিরোঞ্চির সঙ্গে...।
তবুও সেই হিরোঞ্চিটা তোমাকে ভালোবাসেনি
সে তোমার কুমারীত্বহরণ করেছে!
আর সে তোমার যৌবনের মাঠে ছেড়ে দিয়েছে
কতকগুলো বিষাক্ত কীটপতঙ্গ,
তোমার সবুজ জমিতে সে আবাদ করেছে ভাইরাস,
তবুও সে ভালো—তবুও সে খুব যোগ্য!
আর আমি বুঝি তোমার কাছে
আগের মতো এখনও সেই হ্যাংলা!
ঋত্বিকা শোনো একবার
আর কত হ্যাংলামি করবে তোমরা?



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৫/১০/২০১৭