হারানো মন
সাইয়িদ রফিকুল হক


সোনার চেয়ে দামি জিনিস
পাবে তুমি খুঁজে
হারিয়ে যদি যায়,
কিন্তু তোমার মন হারালে
এমন জিনিস
খুঁজে পাওয়া দায়!
অনেক সাধের মনটাকে তাই
ধরে রেখো স্বপ্নজালে,
আঁধার রাতে জ্বলবে তারা
অনেক সুখে ভালে।
মন হারালে পাবে কোথায়?
কোথায় মনের দেখা?
ভুল করে তাই
ধরবে নাকো কুহক-মায়ার
অচিন পথের রেখা।
হারানো মন খুঁজলে তুমি
পাবে শুধুই ব্যথা,
মন হারালে মন মেলে না
মনে রেখো কথা।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৮/০৯/২০১৭