হায়রে দুনিয়া
সাইয়িদ রফিকুল হক


ভদ্রলোকে হাসলে মধুর
খোলে না কেউ দরজা,
টাকার কুমির গালি দিলে
তবুও সবাই পায় মজা!
হায়রে পশু-অর্থলোভীর
লোকদেখানো দুনিয়া,
এখানে আজ মানুষজনে
ভালোবাসে টাকা গুনিয়া!
সবখানে যে টাকার কদর
গুণের নাই আজ দাম,
মনের মানুষ নাইরে কোথাও
বাইরে মানুষ চাম!
হায়রে জগত কোথাও নাইরে
শিষ্টজনের কদর,
সবখানে আজ মান্যগণ্য
নষ্ট-লোভী আলবদর!


সাইয়িদ রফিকুল হক
০৮/০৫/২০১৮