হৃদয়-আলো
সাইয়িদ রফিকুল হক


জোছনার আলো হঠাৎ সেদিন
ঢুকেছিলো কেমন করে!
মনে হলো সন্ধ্যাপ্রদীপ
জ্বেলে দিলো কেউ ঘরে।
হৃদয়-আলোয় মনটা ছিল
সেদিন অনেক ভরা,
তারই ছোঁয়ায় আলোকিত হয়ে উঠলো
আমার ছোট্ট ধরা।
আলোর ছোঁয়া চায় যে সবাই
জীবনস্বপ্নের ভাগে,
অন্ধকারের বিনাশ চেয়ে
স্বপ্নবুনি যৌবন-রাগে।
সবার ছোট্ট হৃদয়খানি হয় গো যদি
চির-আলোয় পূর্ণভরা,
তোমার-আমার আলোসুধায় ভরে উঠবে
আমাদের এই বসুন্ধরা।


সাইয়িদ রফিকুল হক
০৭/০২/২০১৮