হৃদয়-ফুলের মালা
সাইয়িদ রফিকুল হক


তুমি পড়বে না বলে
মালা গেঁথে
ভাসিয়ে দিলাম জলে,
তুমি পড়বে না বলে!


মনের আশা মনে রইলো
স্বপ্ন গেল ঝরে,
তবুও বন্ধু মালা গাঁথি
ভালোবাসার হৃদয়ভরে।


আশার পাখি মরে নাকো
উড়ে ডানা মেলে,
হৃদয়-ফুলের মালা গাঁথি
বুকের রক্ত ঢেলে!


অনেক যত্নে একটা মালা
গেঁথেছিলাম সকালে,
তোমার আশায় বসে থেকে
ভাসালাম তা বিকালে!


তুমি পড়বে না জানি
তবুও গাঁথি—
হৃদয়-ফুলের মালা
জানি নাতো বন্ধু আমার
কবে মিটবে এই মনের জ্বালা!



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৫/০৫/২০১৭