জ্যৈষ্ঠমাসের দুপুর
সাইয়িদ রফিকুল হক


জ্যৈষ্ঠ-মাসের দুপুরটা যে
এতো বিশ্রি লাগে,
কাঠফাটানো রোদে পুড়ে
ভোগে মানুষ রাগে।
শান্ত মানুষ যায় যে ক্ষেপে
ভীষণ বিশ্রি রোদে,
জ্যান্ত মানুষ শুয়ে থাকে
কেমন চক্ষু মুঁদে!
গরম-রোদে জীবনটা যে
হচ্ছে সবার কয়লা,
সোনাদেহে জমছে শুধু
নানারকম ময়লা।
জ্যৈষ্ঠ-মাসটা গেলে বাঁচি
বলছে গাঁয়ের বুড়ো,
মানবদেহ করছে সে যে
নিঠুরভাবে মুড়ো!
কাঠফাটা ওই রোদে সবাই
উঠছে ভীষণ রেগে,
ঠাণ্ডাবাতাস আসে নাকো
তবুও একটু বেগে।
জ্যৈষ্ঠ-মাসের দুপুরটা যে
আসলে ভাই ছন্নছাড়া,
মাথার উপর ঘুরছে কেমন
ভীষণ একটা খাঁড়া।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২১/০৫/২০১৭