জীবনের ফুল
সাইয়িদ রফিকুল হক


জীবনের ফুল কখন যেন ফুটেছিলো,
দেখিনি তো মনোযোগে
বুঝি খুব ভুল হয়েছিলো!
ঝরে গেল অনাদরে সোনার ফুল,
রয়ে গেল আবর্জনা শুধু ভুল!
জীবনের ফুল ফোটাতে আজ
সাধনা যে চলছে কত অবিরাম,
সারাক্ষণ তাই সব মানুষের আকুতি যে
কীসে বাড়বে জীবনের দাম!
মানুষ হয় না আজকাল কেহ
সবাই চায় যে উঁচু পদ,
দুধের বাজার ভেঙ্গে গেছে সেই কবে!
আসর জমায় এখন মদ।
জীবনের ফুল ফুটবে কবে
ভাবছি বসে এখন শুধু নিরালায়,
দুধের বাজার ভেঙ্গে গেছে সেই কবে
মদের আসর জমে এখন বেলা-অবেলায়।



সাইয়িদ রফিকুল হক
২০/০১/২০১৮