কথার কথা
সাইয়িদ রফিকুল হক


কথার পিঠে বললে কথা
থামবে নাকো কথা,
অধিক কথায় মনখারাপে
ধরবে ভীষণ মাথা!
কথার কথা ছাড়তে হবে
শুনতে হবে বেশি,
এই সমাজে চাই না দেখতে
চাপাবাজের পেশী।
কথার মতো একটি কথা
শুনলে রাখি ধরে,
এই জীবনে মধুর কথায়
মনটা যাবে ভরে।
কথার পিঠে কথা বলে
করছো কেন সময়-ক্ষয়,
কথার মতো একটি কথা
ফুটবে জগতময়।


সাইয়িদ রফিকুল হক
০৪/০৫/২০১৮