কলিকাল
সাইয়িদ রফিকুল হক


কলিকাল যে এসেই পড়লো
দেখবে কতকিছু,
তুমি আবার নিয়ো নাকো
সবকিছুরই পিছু!
এখন-তখন বাদ দিয়ে দাও
নিজকে ভালো রাখো,
ভালোমানুষ সব যুগে যে
তুমি ভালো থেকো।
দীন-দুনিয়ায় চোখের সামনে
ঘটবে কতকিছু,
তাই বলে কি তুমি হবে
এমন অবোধ-শিশু?
কলিকালের খুঁত ধোরো না
ধরো নিজের দোষ,
দেখবে তখন সবার মনে
জমবে কত খোশ!


সাইয়িদ রফিকুল হক
২০/০৫/২০১৮