লোকদেখানো কুরবানি
সাইয়িদ রফিকুল হক


কুরবানি তুই করলি কাকে?
মনের পশু জিন্দা রেখে!
লাভ কী বলো লোকদেখানো
গোশতোখাওয়ার রঙ্গ দেখে?
লোকদেখানো-গোশতোখাওয়া
কুরবানিটা শুধুই মেকী!
কুরবানিটা সামনে রেখে
আজকে শুধু জবাই দেখি।


বনের পশু জবাই হচ্ছে
মনের পশু হচ্ছে তাজা,
বিরাট গোরু জবাই করে
আজকে তুমি মহারাজা!
ছাগল-গোরু কিনছো হাটে
জবাই করছো আল্লাহ-নামে,
হারাম টাকার কারখানা যে
আছে তোমার নিজের ধামে।
লোকদেখানো কুরবানিটা
কোথায় পেলে এমন যুক্তি?
হারাম টাকায় পশু মেরে
পরকালে মিলবে যুক্তি?



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
ঈদুল আজহা, ২০১৭
০২/০৯/২০১৭