মানুষ কোথায়?
সাইয়িদ রফিকুল হক


চোখের জলে ভেসে গেছে বুক,
দুখঅনলে পুড়ে গেছে মুখ!
স্বপ্ন তোমার মুছে গেছে কষ্টে,
সবখানে আজ আঘাত হানছে নষ্টে!
জীবনতরী ঠেকেছে তাই বালুচরে,
কেমনে ফিরবে নিঃস্ব তুমি ঘরে!
বুকের কষ্ট কেউ দেখে না আজকাল,
সবখানেতে চলছে যেন ঘোর কলিকাল!
চোখের জলে ভেসে যাচ্ছে তোমার বুক,
তবুও দেখি হাসি-হাসি আজকে সবার মুখ!
মানুষ কোথায়? তোমার চোখের পানি মুছতে,
সবাই এখন ব্যস্ত বেশি নিজের লাভটা খুঁজতে।


সাইয়িদ রফিকুল হক
২৫/০২/২০১৮