মানুষের ভুল
সাইয়িদ রফিকুল হক


শস্য ফেলে আগাছার চাষে
করছো বড় ভুল,
গোলাপবাগান শুকিয়ে গেল
ফুটবে না আর ফুল!
তবুও কেন ভাঙ্গে না আজ
এই মানুষের ভুল।


অস্ত্রহাতে—ঈমান পকেটে
যাচ্ছো বুঝি জাহান্নামে?
মানুষ হলে বাধা দিয়ো না
মানুষজনের সুখ-আরামে।


তোমায় দেখে আঁতকে ওঠে যে
মানুষসহ বনের পশু,
তোমার হাতে মরেছে কত
দুধের বাচ্চা—শিশু।
তবুও তুমি এখনও বসে!
ভাবোনি একটাকিছু।


স্বপ্নসাধের পৃথিবীজুড়ে
বাড়বে কত মানুষের ভুল?
অমানুষদের এই অত্যাচারে
ঝরে পড়বে আর কত ফুল?
মানুষ করবে আর কত ভুল?



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৪/০৫/২০১৭