মানুষের মন
সাইয়িদ রফিকুল হক


কাল তুমি হেসেছিলে
তাই দেখেছিলাম রোদের হাসি,
আজ তুমি বিষণ্ন
তাই মেঘেঢাকা সকালে
শুরু হয়েছে বৃষ্টির উৎসব।
কাল তোমার চোখে
দেখেছিলাম একটু ভালোবাসা,
তাই দেখেছিলাম রোদের মিছিল!
আজ তোমার চোখে নেই
আগের মতো সুবাসমাখা
সেই আলো-ঝলমলে সকাল,
সেখানে এখন অন্ধকারে
শুনছি শুধু মেঘের অট্টহাসি।
গতকালও তোমার চোখে
দেখেছিলাম একটুখানি প্রেম!
আজ সকালে ভোরের আলো
ফুটতে-না-ফুটতেই প্রচণ্ড দ্রোহে
সেখানে দেখি অবিশ্বাসের কালোমেঘ।
কাল সকালেও তুমি হেসেছিলে,
আর কী অপূর্ব হাসিতে
আমার দেওয়া রক্তগোলাপখানি
ভালোবাসায় তোমার খোঁপায় গুঁজে
কী চমৎকারভাবে সেজেছিলে!
আজ সকালে মুছে গেছে
তোমার মনের বাসন্তীরঙ,
সেখানে এখন ভিড় করেছে
শতবছরের আর শতজনমের
ভয়ানক কালবৈশাখীমেঘ!
ভালোবাসা কি এতোই নড়বড়ে?
মুছে যাবে একটি সকালে!
মাত্র একটি সকালে!
মাত্র একটি সকালে!
আসলে মানুষের মন আজকাল
এতোটাই ঠুনকো হয়েছে যে—
ভেঙ্গে যায় ভালোবাসার আগেই।



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৫/০৭/২০১৭