নেকড়েমুক্ত সমাজ চাই
সাইয়িদ রফিকুল হক


অন্ধকারের পথ
নেকড়ে ভালোবাসে,
অন্ধকারের পথ
নেকড়ের মতো যারা অমানুষ
তারাও খুব ভালোবাসে।
নেকড়ে আর মানুষে
তফাৎ এখন কমে যাচ্ছে।
বাইরে মানুষ ভিতরে নেকড়ে
সমাজে এসব এখন দেখছি বেশি।
নেকড়ে কখনও মানুষ হয় না,
মানুষ কখনও নেকড়ে হয় না,
সমাজে এখন বাড়ছে নেকড়ে,
আরও বেশি বাড়ছে আনাগোনা,
কিন্তু আমরা নেকড়ে চাই না,
মানুষনেকড়েমুক্ত সমাজ চাই।


সাইয়িদ রফিকুল হক
১৮/০১/২০১৮